প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০ ০১:২৪

সকল ভেদাভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে --রাগেবুল আহসান রিপু

দুপচাঁচিয়ার ৫টি ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সকল ভেদাভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে --রাগেবুল আহসান রিপু

আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু এর মাঝে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার শক্তি গজে উঠার চেষ্টা করলে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রশাসন তা কঠোর হস্তে দমন করতে সক্ষম হচ্ছেন। কিন্তু এই অপশক্তি সুযোগ পেলেই দেশ ও জনগণের ক্ষতি করতে কুণ্ঠাবোধ করবে না। তাই আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশ ও দলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল ১৫ডিসেম্বর মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের ১,২ ও ৩নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এ কথাগুলো বলেন।

পৌর আ‘লীগের ২নং ওয়ার্ডের সভাপতি কামরুল হাসান লিটনের সভাপতিত্বে ও পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ‘লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, সদস্য আনোয়ার হোসেন, আবু সাঈদ ফকির, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সহসভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, এনামুল হক রানা, সাবেক সভাপতি জলিলুর রহমান মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক এসএম কায়কোবাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম জহুরুল ইসলাম খান মিলন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান প্রমুখ।

দ্বিতীয় পর্বে পৌর আ‘লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদারের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে পৌরসভার ১নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও হোসেন মন্ডলকে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে কামরুল হাসান লিটনকে সভাপতি ও মনোয়ার হোসেন সাহানকে সাধারণ সম্পাদক এবং ৩নং ওয়ার্ডে খলিলুর রহমানকে সভাপতি ও নিলু সরদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে ৫১সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। 

অপরদিকে উপজেলার তালোড়া ইউনিয়ন আ’লীগের ৪ ও ৫নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দেবখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু । সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, সদস্য আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম মন্টু, মাহবুবা নাছরিন রূপা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক ফজলুল হক, সহসভাপতি তপন কুণ্ডু, আবু জাহেদ, তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছার রহমান প্রমুখ। এসময় দুপচাঁচিয়া উপজেলা, পৌর, তালোড়া পৌর ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সর্ব সম্মতিক্রমে ৪নং ওয়ার্ডের শাহজাহান আলীকে সভাপতি ও আব্দুল হাকিমকে সাধারণ সম্পাদক এবং ৫নং ওয়ার্ডে জাহিদুল ইসলামকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে ৫১ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।   

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে