প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০ ১০:৫১

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার (১৬ডিসেম্বর) সকাল ৬.৪০ মিনিটে শেরপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদীতে সংক্ষিপ্ত আলোচনার পূর্বে স্বাধীনতাযুদ্ধে অকুতোভয় বীর শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। এসময় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরীনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো প্রমুখ উপস্থিত ছিলেন। শহীদ মিনারে স্থানীয় সাংসদ হাবিবুর রহমান, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, নর্দান ইলেকট্রি সাপ্লাই কোম্পানী(নেসকো), পল্লী বিদ্যুৎ সমিতি, আদিবাসি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে