প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০ ১১:৩০

জলঢাকায় বিজয় দিবস পালন

আল ইকরাম বিপ্লব,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
জলঢাকায় বিজয় দিবস পালন

নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় প্রশাসন ও বিভিন্ন সংগনের আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা প্রশাসন সহ প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, মটর শ্রমিক ইউনিয়ন, বিএনপি, জাসদ, জাসদ ছাত্রলীগ, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বিভিন্ন কর্মসূচির মধ্যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা, কোরানখানি ও মিলাদ মাহফিল করে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মাহবুব হাসান নয়ন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদ হোসেন রুবেল, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ ও নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে