সাহিত্য পত্রিকা কুঁড়ি’র বিজয় দিবসের আলোচনা
![সাহিত্য পত্রিকা কুঁড়ি’র
বিজয় দিবসের আলোচনা](./assets/news_images/2020/12/17/CB20121710.jpg)
মহান বিজয়ের ৫০তম দিবস উপলক্ষে বগুড়া থেকে প্রকাশিত শিশু-কিশোর সাহিত্য পত্রিকা মাসিক ‘কুঁড়ি’র উদ্যোগে ‘এসো বিজয়ের কথা বলি’ শিরোনামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায়, বগুড়ার ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। কুঁড়ি’র সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আইনজীবী রেজাউল আলম মোঃ বেলাল ও আব্দুর রউফ খান এবং নজরুল পরিষদ বগুড়ার সভাপতি আইনজীবী মনতেজার রহমান মন্টু। অন্যান্যে মধ্যে আলোচনায় অংশ নেন, ঘাতক-দালাল নির্মূল কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা জি এম সাকলায়েন বিটুল, সংশপ্তক থিয়েটার সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, কবি সালমা রহমান রন্টি, কবি সানজিদা নাসরিন রুনা, জাকি-উল-হক জীবন প্রমুখ। অতঃপর প্রধান অতিথি শিশু-কিশোর সাহিত্য পত্রিকা কুঁড়ি’র বিজয় দিবস সংখ্যা উপস্থিত সকলের হাতে তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুুঁড়ি’র সহযোগী সম্পাদক জিল্লুর রহমান শামীম।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন