জয়পুরহাটে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা প্রদান

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও নারী সদস্যাগণ । জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পরিষদের মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতঙ্গতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সভাপতির স্ত্রী শাম্মীম আজিজ শাজ ও সাধারণ সম্পাদক এর স্ত্রী তাহরীম চৌধুরী আশা। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্যগন, নারী সদস্য, কর্মকর্তা, কর্মচারী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।বক্তারা এসময় শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামান্তরে বাংলাদেশ আওয়ামীলীগকে সুসংগঠিত করে গড়ে তুলতে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে জয়পুরহাটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন