গোবিন্দগঞ্জে স্বামী স্ত্রীকে মারপিট করে আড়াই লক্ষ টাকা ছিনতাই
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে রাস্তায় পথরোধ করে স্বামী, স্ত্রীকে মারপিট, শ্লীলতাহানীসহ গুরুত্বর আহত করে আড়াই লক্ষ টাকা ব্যাংকের চেক বহি ও ক্যাচ কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পাড় সোনাইডাঙ্গা গ্রামের চাঁদ মিয়ার ছেলে শাহ আলম @ সাইদুল ইসলাম ও তার স্ত্রী শাহানা বেগম গত ১৭ ডিসেম্বর অনুমান সকাল ১১ টায় বাড়ী তেকে রড, সিমেন্ট , টিন এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদী ক্রয়ের উদ্দেশ্যে আড়াই লক্ষ টাকা এবং ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার চেক বহি ও ব্যাংক স্ক্যাচ কার্ড ব্যাগে করে নিয়ে যাওয়ার পথে একই ইউনিয়নের রাখালবুরুজ (বিশপুকুর) গ্রামের খুদু মিয়ার ছেলে রোস্তম আলী (৩২) মোজাম্মেল হকের ছেলে সাকা মিয়া (৩৫) আতাউর রহমান (৩০) পাড় সোনাইডাঙ্গা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আনিছুর রহমান(৪৭) ফয়িম উদ্দিনের ছেলে এজবার আলী (৬৫) সহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে স্বামী স্ত্রী দুইজনকেই এলোপাথারী মারপিটে গুরুত্বর আহত করে ফেলে রেখে তাদের কাছে থাকা আড়াই লক্ষ টাকা এবং ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার চেক বহি ও ব্যাংক স্ক্যাচ কার্ড সহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এবং মিথ্যা মামলায় হয়রানীসহ বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকার লোকজন আহত শাহ আলম @ সাইদুল ও স্ত্রী শাহানা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে।
অভিযোগে আরও জানা যায়, অভিযুক্ত সাকা মিয়ার ভাতিজা বাবু মিয়াকে বিদেশে পাঠানের সময় শাহ আলম এর ছোট ভাই সাহারুল ইসলাম সহযোগিতা করেছিল। কোভিট-১৯ এর কারনে বাবু মিয়া বিদেশে তার কাজ পরিবর্তন করে বৈধ ভাবে কাজ করে আসছে। কাজের পরিবর্তন করার কারনে তার পরিবার নানাবিধ ৩ লক্ষ টাকা চাঁদাদাবীসহ বিভিন্ন হুমকি দেয় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করে। বিজ্ঞ চেয়ারম্যান তাদের স্বাক্ষী প্রমান এবং মোবাইল ফোনে বিদেশে বাবু মিয়ার নিকট এ বিষয়ে জেনে অভিযোগ মিথ্যা বলে অভিযোগটি নথিযাত করে।এ বিষয়ে শাহ আলম @ সাইদুল ইসলামের স্ত্রী শাহানা বেগম বাদী হয়ে উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন