প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৭:৫৬

বগুড়ায় ডিসেম্বরে করোনায় সবচেয়ে কম আক্রান্ত হলো ২

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ডিসেম্বরে করোনায়
সবচেয়ে কম আক্রান্ত হলো ২

বগুড়ায় করোনা ভাইরাসে নতুন করে আরো ২ জন আক্রান্ত হয়েছেন। চলতি ডিসেম্বর মাসে এটায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে কম সংখ্যা। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৯ হাজার ৪৭৬ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২২ জন। বৃহস্পতিবার বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (২৩ ডিসেম্বর) ১৯৫ টি নমুনা পরীক্ষা করে বগুড়ায় নতুন করে ২ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯০টি নমুনা পরীক্ষায় ২ জন এবং টিএমএসএস মেডিকেল হাসপাতালে ৫টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ হয়। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৬১৮ জন।এদিকে, চলতি ডিসেম্বরে শীত বৃদ্ধির পর থেকে প্রতিদিনই গড়ে প্রায় ৩০ জনের মত আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেলেও বৃহস্পতিবারই প্রথম মাত্র ২ জন আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেল। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে