প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ২৩:২১

বগুড়ায় ফাল্গুনী থিয়েটারের শাস্তি নাটকের মহরত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ফাল্গুনী থিয়েটারের 
শাস্তি নাটকের মহরত

বগুড়া ফাল্গুনী থিয়েটারের আয়োজনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ”শাস্তি” এর মহরত ও নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে শহীদ টিটু মিলনায়তনে ২য় তলায় ফাল্গুনী থিয়েটারের কার্যালয়ে কর্মশালায় ও মহরত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রুবেল মিয়া।বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘‘শাস্তি” এর মহরত ও নাট্য কর্মশালার প্রশিক্ষক ও নাট্য বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান এবং টিভি ও মঞ্চাভিনেতা শাহাদত হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যার সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, আনন্দকন্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, কলেজ থিয়েটারের সুপিন বর্মন, ফাল্গুনী থিয়েটারের সহ-সভাপতি এমএ ওয়ারেছ মিয়া, নাজনিন বেগম পলি, অর্থ সম্পাদক রাজীব ইসলাম, আব্দুল মোমিন, সিমান্ত, আঃ বারী, সঞ্জিত, ফিরোজ, ওভি, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম এছাড়া সংঠনের শিশু শিল্পীরা এবং অনান্য সংগঠনের সদস্যবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাল্গুনী থিয়েটারের সাধারণ সম্পাদক সুকুমার দাস। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে