প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ২৩:২২

কবর থেকে কঙ্কাল চুরি, কথিত কবিরাজ গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
কবর থেকে কঙ্কাল চুরি, কথিত কবিরাজ গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের কবর স্থান থেকে কছিম (৮০) ও তাঁর ছেলের বউ আছমা (৪০) নামে দুটি মহিলা কঙ্কাল চুরির ঘটনায় মামুন (২২) নামে এক কথিত কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবিরাজ-উপজেলার উঁচনা গ্রামের বেলালের ছেলে।থানায় এজাহার জানাগেছে, প্রায় দেড় বছর পূর্বে উপজেলার ধরঞ্জী ইউপি’র উঁচনা গ্রামে কছিমন (৮২) ও তাঁর ছেলের বউ আছমা (৪০) সাত মাস পূর্বে মারা যায়। ২৫ ডিসেম্বর সকালে গ্রেফতারকৃত কবিারজ মামুন ও তাঁর সহযোগি রুবেল মৃতর ছেলে মোজাফ্ফরের বাড়িতে গিয়ে তাঁর মা ও স্ত্রী কোন দিনে মারা গেছে এবং তাদের কবর থেকে এক মুঠ মাটি নিতে চায়। এতে অস্বকৃতী জানালে তারা কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় মৃতর ছেলে মোজাফ্ফর বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে কথিত কবিরাজ মামুনকে গ্রেফতার করে।গ্রেফতারের বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে কবিরাজী করার লক্ষে কঙ্কাল চুরি করেছে। গ্রেফতারকৃত কবিরাজকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন
উপরে