প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০ ১৭:৩০

নওগাঁয় বাম গণতান্ত্রিক জোটের ‘কালো দিবস’পালিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় বাম গণতান্ত্রিক জোটের ‘কালো দিবস’পালিত

বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা কমিটির উদ্যোগে ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে নওগাঁতে ‘কালো দিবস’ পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল এবং মিছিল পরবর্তী এসমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গনতান্ত্রিক জোটের নওগাঁ জেলা কমিটির সমন্বয়ক এ্যাডভোকেট মহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাসদের নওগাঁ জেলা কমিটির আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, ইউনাইটেড কমিউনিস্ট নেতা মিজানুর রহমান মিজান, সিপিবি নেতা অ্যাডভোকেট মোমিনুল ইসলাম স্বপন এবং বাসদ নেতা কালিপদ সরকার। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন ক্ষমতাসীন দল পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে অবৈধভাবে পুনঃক্ষমতাসীন হয়েছে। নেতৃবৃন্দ বলেন, অবৈধ এই সরকার গায়ের জোরে ক্ষমতাসীন রয়েছে। এ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোন অধিকার নেই। নেতৃবৃন্দ অবিলম্বে এ অবৈধ সরকারের পদত্যাগের দাবি পুনঃব্যক্ত করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে