প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০ ২০:৪৪

বগুড়ায় করোনায় মৃত্যু বাড়ছে আবারো মারা গেল বৃদ্ধ আক্রান্ত ২০

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় মৃত্যু বাড়ছে 
আবারো মারা গেল বৃদ্ধ আক্রান্ত ২০

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবারো মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। করোনার দ্বিতীয় ধাক্কায় ডিসেম্বর মাসেই ২০ জনের মত মৃত্যু হয়েছে। এই তালিকায় সর্বশেষ মারা গেলেন বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা মো: হাফিজার (৬০)। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৪ জনে। এর আগে ২৮ ডিসেম্বর কাহালু উপজেলার এক নারী মারা যায়। অথচ ডিসেম্বর মাসের শুরুতে জেলায় মৃত্যুর সংখ্যা ছিল ২০০ জনের মত। সেখান থেকে বাড়তে বাড়তে ২২৪ জনে দাঁড়িয়েছে। 

এদিকে জেলায় নতুন করে ১৯৩ টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ২০ জন। সুস্থ হয়েছে ১০ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১৭ জন ও আদমদিঘিতে ২ এবং অপরজন শেরপুর উপজেলার বাসিন্দা। বুধবার দুপুরে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (২৯ ডিসেম্বর) ১৯৩ টি নমুনা পরীক্ষা করে বগুড়ায় নতুন করে ২০জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। মারা গেছে ১ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯০টি নমুনা পরীক্ষায় ১৯জন এবং টিএমএসএস মেডিকেল হাসপাতালে ৩টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ হয়। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৭৫৮জন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে