বগুড়ার তিন পৌরসভা নির্বাচনে মেয়র কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ
বগুড়ার ৩ টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। তিনটি পৌরসভার মেয়র ও কাউন্সিলর মিলিয়ে মোট ১৩৩ প্রার্থী তাদের নির্বাচনী প্রতীক বরাদ্ধ পান। ৩ পৌরসভার মধ্যে সারিয়াকান্দি ও সান্তাহারে ইভিএম এবং শেরপুর পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ হবে বলে জানা গেছে।
মতবিনিময় সভায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সারিয়াকান্দি মেয়র প্রার্থী সাবিনা ইয়াছমিন বেবী, সান্তাহার পৌর মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু, তোফাজ্জল হোসেন ভুট্টু, হাজী আব্দুর রাজ্জাক, শেরপুর পৌর মেয়র প্রার্থী আব্দুস সাত্তার, জানে আলম খোকা, স্বাধীন কুমার কুন্ডু, কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, ফিরোজ আহম্মেদ জুয়েল, লায়লা আরজুমান লিলি। সভায় ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান ও নির্বাচন আচরণবিধি মেনে চলা বিষয়ে আলোচনা করেন বক্তারা।
জেলা প্রশাসক বলেন, বগুড়ায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান।
এরমধ্যে বগুড়ার শেরপুর পৌরসভায় মেয়র পদে মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার (নৌকা), স্বাধীন কুমার কুণ্ডু (ধানের শীষ), আলহাজ¦ এমরান কামাল খান (হাতপাখা) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আলহাজ¦ জানে আলম খোকা পেয়েছেন (জগ)।
বগুড়া জেলার সারিয়াকান্দি পৌরসভায় মেয়র পদে মতিউর রহমান মতি (নৌকা), ছাবিনা ইয়াছমিন (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) এবং বীর মুক্তিযোদ্ধা আলী আজগর (জগ)। সান্তাহার পৌরসভায় মেয়র পদে আশরাফুল ইসলাম মন্টু (নৌকা), তোফাজ্জল হোসেন ভুট্টু (ধানের শীষ) এবং আব্দুর রাজ্জাক (হাতপাখা)। সব মিলিয়ে ৩ পৌরসভার ১১ মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের ৩১ জন ও সাধারণ ওয়ার্ডের ৯১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন