গনতন্ত্র ধ্বংসকারী কোন অপশক্তিকে বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবে না- আরিফুর রহমান রকেট
৩০ ডিসেম্বর গনতন্ত্রের বিজয় দিবস, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে গনতন্ত্র ধ্বংসকারী পরাশক্তির নিকট থেকে এ বিজয় ছিনিয়ে এনেছে। যে কোন মুল্যে এ বিজয় আমরা সমুন্নত রাখবো, বাংলার মাটিতে গনতন্ত্র রক্ষার নামে যারা তান্ডবলীলাসহ জ্বালাও পোড়াও করেছে সেসকল অপশক্তিতে আর কখনও মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবে না বলে মন্তব্য করেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
দিবসটিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সাবেক সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারক সম্পাদক খোরশেদ আলম সৈকত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন