পীরগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে ধেয়ে আসা শীতের তীব্র ছোবলে দারিদ্র্য পীড়িত মানুষের জীবনে নিয়ে আসে নির্মম কষ্ট। ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্রতা। এতে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করে, তাদের সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। এ পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে পীরগঞ্জ উপজেলার ৯ নং সেঁনগাও ইউনিয়নে অবস্থিত যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ (৩০ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলার গোদাগাড়ী বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে প্রায় ২০০ শতাধিক অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং সেঁনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গেষ্ট অব আনার হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুয়েল রানা , সাধারণ সম্পাদক আশ্বিনাত রায়, হলিল্যান্ড চাইন্ড কেয়ার একাডেমির অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা মোজাফফর রহমান সরকার, হলিল্যান্ড চাইন্ড কেয়ার একাডেমির ব্যাবস্থাপনা পরিচালক আমীনুল ইসলাম সরকার, সেঁনগাও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা প্রমুখ। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ১০ নং জাবরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আনাম চৌধুরী (আলম) ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন