প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ২২:০০

নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিক...আসাদুর রহমান দুলু।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিক...আসাদুর  রহমান দুলু।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমান, এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক  আসাদুর রহমান দুলু, তিনি বলেছেন নৌকা মানেই উন্নয়ন গত কয়েক বছরে নন্দীগ্রাম পৌরসভায় যত উন্নয়ন হয়েছে ইতিপূর্বে এত উন্নয়ন হয়নি। নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিক। শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে আগামী ৩০  জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা প্রতিকে ভোট দিয়ে  আনিছুর রহমানকে বিজয়ী করার আহব্বান জানান । বৃহস্পতিবার বিকালে নন্দীগ্রাম পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান প্যানেল মেয়র আনিছুর রহমানের  মনোনয়ন পত্র দাখিলের পর দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা গুলো বলেন , এসময় জেলা আওয়ামী লীগের শ্রমও বিষয়ক সম্পাদক এস,এম রুহুল মোমিন তারিক। যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরু, সদস্য আলমঙ্গীর হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন সহ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত মনোনয়ন পত্র দাখিল করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো: জহুরুল ইসলাম সহ  বিএনপি  যুবদল ও ছাত্রদলের সকল নেতৃ বিন্দু । বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। ৩১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে