প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ২১:২৫

বগুড়ায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বছরের প্রথম দিনেই
শিক্ষার্থীদের হাতে নতুন বই

বগুড়ায় স্বাস্থ্য বিধি মেনে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। নতুন বই নিতে শিক্ষার্থীরা সকাল থেকে স্কুলে স্কুলে স্বাস্থ বিধি মেনে স্কুলে উপস্থিত হতে দেখা যায়। এবার করোনা ভাইরাসের কারনে জেলায় ১২ টি ধাপে নতুন বই বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের সংকটের মধ্যেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সরকারের আরো একটি সাফলতা অর্জন হয়ে গেল।  

শুক্রবার কোমলমতি যে শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে তাদের মাঝে বেশ আনন্দ দেখা গেছে।বগুড়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হযরত আলী জানান, জেলায় মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ি ও ভোকেশনাল মিলিয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৪ লাখ ২৪ হাজার ৩২৭ জন। আর মোট বই চাহিদা ৫৪ লাখ ১১ হাজার ৬৪০ সেট বই। 
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানানো হয়েছে, জেলায় প্রাথমিকে বইয়ের চাহিদা প্রায় সাড়ে ২১ লাখ সেট। যার সিংহভাগ বই বগুড়ায় পৌঁছেছে। করোনা ভাইরাসের কারণে পর্যায়ক্রমে বই বিতরণ করা হচ্ছে। সকল শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে