প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ২১:২৮

জয়পুরহাটে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট ব্যুরোঃ
জয়পুরহাটে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে জেলা ছাত্রদল। সভায় বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। আন্দোলনের মাধ্যমেই হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। অধিকার ফিরিয়ে আনতে হবে। দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এটি করা হলে অবস্থা ভয়াবহ হবে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন,  মাসুদ রানা  প্রধান, আব্দুল ওয়াহাব, জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফজলু রহমান, আমিনুল ইসলাম বকুল,  জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট, সহ সভাপতি আবু রায়হান উজ্জল প্রধান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলু, জেলা ছাত্রদলের  সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান প্রমুখ। সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে