প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ২১:৩৭

শিবগঞ্জে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে নতুন বছরের শুরুতেই 
শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

২০২০ সালের দীর্ঘ ৯ মাস শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পরেও করোনা কে জয় করে বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সকল চড়াই উতরাই প্রেরিয়ে ২০২১ সালে পহেলা জানুয়ারীতে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ব প্রস্তুতি অনুযায়ী নির্ধারিত শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ পুস্তুক বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আজিজার রহমান,  সহকারী শিক্ষক এমএস জাহিদুর রহমান জাহিদ, মিথালী সরকার ।

এসময় নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী শাকিবা আক্তার, মুশফিকা জেসমিন শেফা, রায়হানা আক্তার, মানবিক বিভাগের বিনা খাতুন, জাকিয়া আক্তার, রেজিনা আক্তার, কারিগরি শাখার যথী খাতুন, জিনিয়া আক্তার, মলি আক্তার  সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে পাঠ পুস্তুক বিতরণ করা হয়। অপরদিকে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল।

সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, শাহিনুর ইসলাম, মিজানুর রহমান, সুমন কুমার মোহন্ত, ইদ্রিস আলী, তৈলঙ্গ কুমার মোদক, মুকুল কুমার মোদক, হেলাল উদ্দিন, শাহিন শেখ, মেহেদুল ইসলাম, উম্মে রুবাইয়া ইয়াছমিন মোমি, আঞ্জুমান আরা, গুলেনুর ফেরদৌসী,  অনুষ্ঠানে সপ্তম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা কেয়া, মুহতামিম শাহির রিফাত, ৮ম শ্রেণির এসএম আহসান আতিক, সানজিদা আকতার সরনা, নবন শ্রেণির শিক্ষার্থী শোভা জান্নাত সূচি, রেজা মিয়া কে আনুষ্ঠানিক ভাবে পাঠ্য পুস্তুত বিতরণ করে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীরা বছরের  শুরুতে নতুন বইয়ের করকরে গন্ধ  ও সময় মত বই পেয়ে খুশীতে আত্মহারা হয়ে যায়।

এজন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দ্বিপু মনিকে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের উত্তর উত্তর সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন। ২টি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে সকল শিক্ষার্থীদের পর্যায় ক্রমে জানুয়ারি’র ২য় সপ্তাহের মধ্যে বই বিতরণ সমাপ্ত করা হবে জানানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে