প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ২২:১৯

শেরপুর পৌরসভা নির্বাচনে নৌকা এগিয়ে।

নাজমুস সাকিব আপেলঃ
শেরপুর পৌরসভা নির্বাচনে নৌকা এগিয়ে।

জমে উঠেছে দ্বিতীয়  ধাপে বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচন। আগামী ১৬ই জানুয়ারি শেরপুর পৌরসভার নয়টি কেন্দ্রে ব‍্যলোটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।এদিকে গনসংযোগে ব‍্যস্ত সময় পার করছেন চার মেয়র প্রার্থী। এ নির্বাচন নিয়ে প্রবল আগ্রহ রয়েছে ভোটারদের মধ্যে। মেয়র পদে চার প্রার্থীর মধ্যে ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার। আঃ লীগের  একক প্রার্থী, জনতার সেবক হিসেবে পরিচিত ও বয়সে প্রবীণ হওয়ায় আব্দুস সাত্তারের রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা।

প্রচারণার শুরুতেই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব আছে পৌরএলাকা। মধ্যরাত অবধি চলেছে প্রার্থীদের গণসংযোগ, মিছিল আর উঠান-বৈঠক। মেয়র-কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিভিন্ন প্রার্থীর পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার প্রতিটি অলিগলি। কে হচ্ছেন আগামীর পৌরপিতা এ বিষয়ে ভোটাররা স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। তবে নৌকা প্রতীকে নির্বাচন করায় এবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সাত্তারের প্রতিই এবারের নির্বাচনে আস্থা ভোটারদের।

জানা যায়, চারজন মেয়র প্রার্থীর মধ্যে এবারের নির্বাচনে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে  শেরপুর উপজেলা আঃ লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার। বিএনপি'র বিদ্রোহী সহ এবারের নির্বাচনে শেরপুর উপজেলা বিএনপি'র সদ‍্য বহিষ্কৃত সাবেক আহ্বায়ক জানে আলম খোকা জগ প্রতিক ও বিএনপি থেকে শেরপুর  উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডুকে মনোনয়ন দেয়া হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলার সভাপতি আলহাজ্ব এমরান কামাল হাতপাখা প্রতিকে নির্বাচনে মাঠে রয়েছে।

ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, চলতি মেয়র আব্দুস সাত্তার বিগত পাঁচ বছরে শেরপুর পৌরসভার রেকর্ড পরিমাণ অভূতপূর্ব উন্নয়ন করেছে। পৌরবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে ছিলেন তিনি। পৌরসভা এলাকায় অন্তত দুইশত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ এনেছে মেয়র সাত্তার, যেগুলি চলমান ও কয়েটি বড় বড় প্রকল্প দৃশ্যমান হয়েছে।শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া বলেন, শেরপুর পৌরসভায় যেটুকু উন্নয়ন হওয়ার কথা, তার চেয়ে হাজার গুন বেশি উন্নয়ন করছে আব্দুস সাত্তার । এছাড়া আওয়ামী লীগের একক প্রার্থীকে দলের সকল নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এবারও  মেয়র পদে আব্দুস সাত্তারের বিজয় সুনিশ্চিত হবে।অপরদিকে বিএনপি'র এক সময়ের হেবি ওয়েট নেতা জানে আলম খোকাকে বিএনপি'র প্রার্থী না-করায় ক্ষোভে ফুসছে শেরপুর পৌর বিএনপির একঅংশ ও খোকা সমর্থকরা। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে