প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:২৩
বগুড়ায় করোনায় আক্রান্ত ১৩ জন
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা ভাইরাসে নতুন করে আরো ১৩ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৯ হাজার ৬০৮ জন। নতুন আক্রান্ত সকলেই বগুড়া সদরের বাসিন্দা। শনিবার বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (১ জানুয়ারী) ৯৯ টি নমুনা পরীক্ষা করে বগুড়ায় নতুন করে ১৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৬ টি নমুনা পরীক্ষায় ১৩ জন এবং টিএমএসএস মেডিকেল হাসপাতালে ৩টি নমুনা পরীক্ষায় সকলেই নেগেটিভ হন। নতুন করে সুস্থ হয়েছে ১৬ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২২৪ জনের। আর সুস্থ হয়েছে ৮ হাজার ৮১১ জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন