প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:৩৯

দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর নিপা বেগম, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী অসীম কুমার দাস, সমাজসেবা অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সমাজকর্মী আব্দুল বাছেদ, আফতাব হোসেন, নজরুল ইসলাম, অফিস সহায়ক আশরাফুল আলম প্রমুখ। এদিন উপজেলার ১২জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

 

উপরে