প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২১ ২১:১২
বগুড়ার শিবগঞ্জের উথলীর শাহজাহান সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী পূর্বপাড়ার মৃত বছির উদ্দিন এর পুত্র শাহজাহান আলী মন্ডল তার পৈত্রিকভাবে পাওয়া জমিজাম উদ্ধার চেয়ে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, একই এলাকার ফজলু মন্ডল (৪০), হাফিজার রহমান, ধলু মন্ডল, সাইফুল মন্ডল, জাকিরুল মন্ডল, বেলাল মন্ডলসহ ১০ জনের বিরদ্ধে জমি দখলের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বলা হয় উক্ত ব্যক্তিরা শাজাহানের প্রায় ৫০ শতক জমির বেশিরভাগই জবর দখল করে নিয়েছে। এঘটনার সুত্র ধরে গত ৫ জানুয়ারি শাহজাহানের জমিতে জোর পূর্বক প্রবেশ করে তার স্ত্রী জোলেখা খাতুনকে মারপিট করে শ্লীলতাহনী করে। এই ঘটনায় শাজাহান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলেনে শাহজাহানের পরিবারের সদস্যলা উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন