প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ২১:১০
নন্দীগ্রাম উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি গঠন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
নানা জল্পনা-কল্পনা শেষে দীর্ঘ তিন বছর পর বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস এবং সাধারণ সম্পাদক অসীম কুমার রায় ৬ জনের নতুন এ কমিটি অনুমোদন দেন। নতুন কমিটির সভাপতি তুহিন আহমেদ এবং সাধারণ সম্পাদক শুভ আহমেদ। এ কমিটির সহ-সভাপতি আল নোমান নাদিম, জয়দেব চন্দ্র রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মো: রিফাত আলী ও আবু তৌহিদ রাজিব। বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন তিনি । তিনি জানান , আগামী এক বছরের জন্য নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন