প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১ ০৬:১৬

মিরপুরে ভুয়া চিকিৎসককে ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
মিরপুরে ভুয়া চিকিৎসককে ২ বছরের কারাদণ্ড

রাজধানীর দারুস সালাম থানার মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালের এক চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক সেলিম মিয়া ডাক্তারি সনদপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ডাক্তারি সনদপত্র যাচাই-বাছাই না করে তাকে নিয়োগ দেয়ার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক দারুস সালাম থানার পুলিশের সহায়তায় এ অভিযানটি পরিচালনা করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে