প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১ ১৯:১০
বগুড়ায় ৮ দিন পর সচল করোনা পরীক্ষার মেশিন নতুন আক্রান্ত নেই
ষ্টাফ রিপোর্টার
![বগুড়ায় ৮ দিন পর সচল করোনা
পরীক্ষার মেশিন নতুন আক্রান্ত নেই](./assets/news_images/2021/01/16/CB-Braking.jpg)
বগুড়ায় টানা ৮দি পর চালু হলো করোনা ভাইরাস পরীক্ষার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মুল আরটি পিসিআর ল্যাব। গত ৮ জানুয়ারি থেকে যান্ত্রিক ত্রুটির কারণে করোনা ভাইরাসের পরীক্ষা বন্ধ থাকার পর ১৬ জানুয়ারি শনিবার থেকে আবার তা চালু হয়েছে।এদিকে, বগুড়ায় ২৫টি নমুনার ফলাফলে সবগুলোই নেগেটিভ এসেছে। তবে নতুন করে সুস্থ হয়েছে ৩৬ জন।
শনিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান জানান, বগুড়ার টিএমএসএস ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় সবকটি নেগেটিভ হয়েছে। বগুড়ায় শনিবার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। মুল আরটিপিসিআর ল্যাবের মেশিনটি চালু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭০১ জন। মৃত্যৃ সংখ্যা অপরিবর্তিত ২৩৬ জনেই আছে। মােট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৭০ জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন