প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১ ১৯:২০

ফুলবাড়ীর রামভদ্রপুর গ্রামে ৩০ হাজার টাকার রাস্তার সরকারি গাছ কর্তন ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ীর রামভদ্রপুর গ্রামে ৩০ হাজার টাকার রাস্তার সরকারি গাছ কর্তন ॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর উত্তরপাড়া গ্রামের রাস্তার সাথে লাগানো ৫২টি গাছের মধ্যে ৩টি গাছ এলাকার আতিয়ার রহমান কেটে ফেলেন। এতে এলাকাবাসী বাঁধা দিলে আতিয়ার রহমান বাঁধা মানছেন না।শিবনগর ইউপির রামভদ্রপুর উত্তরপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন এর পুত্র মোঃ নুরুজ্জামান জানান, রাস্তার ভিতরে এক সময় এলাকাবাসী আতিয়ার রহমান ৫২টি গাছ লাগান। পরবর্তীতে গাছগুলি রাস্তা সীমানার ভিতরে পড়ে যায়। গত ১৫ই জানুয়ারি উত্তর রামভদ্রপুর গ্রামে মৃত আসাদুর রহমান এর পুত্র আতিয়ার রহমান ৩টি গাছ কেটে ফেলেন। এতে এলাকাবাসীর বাঁধার মুখে গাছ কাটা বন্ধ হয়ে যায়। এদিকে তার ভাতিজা মতিউর রহমানের পুত্র মোঃ রিপন (৩৫) গতকাল শনিবার গাছ কাটা শুরু করলে এলাকাবাসীর বাঁধার মুখে তারা গাছ কাটতে পারেনি। বিষয়টি এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন কে অবগত করলে তিনি জানান, রাস্তা মাপ না হওয়া পর্যন্ত কোন গাছ কাটতে দেওয়া যাবে না। যদি তার লাগানো গাছ তার জমির মধ্যে থাকে সেক্ষেত্রে সে পরবর্তীতে কাটতে  পারবে। অপরদিকে শিবনগর ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবলুর নিকট অপর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদল সরকারি গাছগুলি তার জিম্মায় রেখে দেন। যতক্ষণ বিষয়টি মীমাংসা না হয় ততক্ষণ তার কাছেও এই  গাছ জিম্মায় থাকবে। আটককৃত  গাছের মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ ব্যাপারে এলাকাবাসী বিষয়টি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে