প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১ ২১:৩০

বগুড়ায় কণ্ঠশিল্পী মাহীর একক সঙ্গিত সন্ধ্যা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় কণ্ঠশিল্পী মাহীর 
একক সঙ্গিত সন্ধ্যা

বগুড়ায় সুরতীর্থ সঙ্গিত একাডেমীর আয়োজনে আতিকা মুসফিক মাহীর একক সঙ্গিত সন্ধ্যা ‘গান গেয়ে পরিচয়’ অনুষ্ঠিত হয়েছে। কণ্ঠশিল্পী মাহী এদিনে তার নান্দনিক কণ্ঠের যাদু দিয়ে শ্রতা দর্শকদের গানে মুগ্ধ করে তোলেন।শনিবার রাতে বগুড়া শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত একক সঙ্গিত সন্ধ্যায় সভাপতিত্ব করেন বগুড়া সুরতীর্থ সঙ্গিত একাডেমীর প্রদান সমন্বয়কারী সাবিনা ফেরদৌসী। 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মঞ্জু, জিএম সাকলায়েন বিটুল, বিউবোর অবসরপ্রাপ্ত প্রকৌশলী মুসফিকুল আনোয়ার, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালাক আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন বগুড়া আনন্দকণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, উচ্চারণ একাডেমির পরিচালক এড: পলাশ খন্দকার। এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া সুরতীর্থ সঙ্গিত একাডেমির পরিচালক এসএম বেলাল হোসেন।একক সঙ্গিত সন্ধ্যায় কণ্ঠশিল্পি মাহী দেশগানসহ ১৫টি সঙ্গিত পরিবেশন করেন। বগুড়া সুরতীর্থ সঙ্গিত একাডেমির পক্ষ থেকে শিল্পিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে