প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১ ২১:৩৩

বগুড়া রানার প্লাজায় অপ্পো’র কাস্টমার কেয়ার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়া রানার প্লাজায় অপ্পো’র
কাস্টমার কেয়ার উদ্বোধন

বগুড়ায় রবিবার বিকেলে শহরের রানার প্লাজার ৫ম তলায় আন্তর্জাতিক মোবাইল ব্র্যান্ড অপ্পো’র কাস্টমার কেয়ারের উদ্বোধন করা হয়েছে।উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই কেয়ার সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন রানার প্রোপার্টিস বগুড়া জোনের পরিচালক মো. সাইরুল ইসলাম এবং অপ্পো’র রাজশাহী বিভাগীয় সেলস্ ম্যানেজার জ্যাক রয়। এসময় উপস্থিত ছিলেন অপ্পো’র বগুড়া জেলা ডিস্ট্রিবিউটর এবং জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, রাজশাহী বিভাগীয় সেলস্ প্রতিনিধি ফয়সাল মাহতাব, বিভাগীয় ট্রেইনার মানিক, বগুড়া বিক্রয় প্রতিনিধি লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, এনামুল শেখ (মিশা), রাশেদুল ইসলাম, পার্থ পোদ্দার, কেয়ার ম্যানেজার আবু বক্কর সিদ্দিক ও শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অপ্পো’র কর্তৃপক্ষরা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে স্বল্প মূল্যে বেশি ফিচারের সুযোগ সুবিধা নিয়ে অপ্পো মোবাইল ব্র্যান্ড বগুড়াসহ উত্তরবঙ্গের সকলস্থানে ইতিবাচক সাড়া ফেলেছে। যার মাঝে বর্তমানে অপ্পো’র এ-১৫, এ-৫৩, এফ-১৭, এফ-১৭ প্রো, রেনো-৫সহ সকল মডেলের ফোনের ব্যাপক চাহিদা রয়েছে ক্রেতাদের মাঝে। বিক্রয়ের পাশাপাশি অপ্পো মোবাইল ফোন ব্যবহারকারীদের যেকোন সমস্যা দ্রুততম সময়ে সমাধানের লক্ষ্যে উত্তরবঙ্গের মাঝে সর্ববৃহৎ এই কাস্টমার কেয়ারের যাত্রা শুরু করা হলো।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে