প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১ ১০:২৪

দৌলতদিয়া ঘাটে জেলিমিশ্রিত চিংড়ি ও জাটকা জব্দ

অনলাইন ডেস্ক
দৌলতদিয়া ঘাটে জেলিমিশ্রিত চিংড়ি ও জাটকা জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজার থেকে এক মণ জেলিমিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। এসময় ৩০ কেজি জাটকা ইলিশও উদ্ধার করা হয়। সোমবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে এ চিংড়ি ও জাটকা জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে চিংড়ি বিক্রেতাকে ৩০ হাজার এবং জাটকা বিক্রেতা দুইজনকে আট হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা নাহিদ। এসময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফসহ মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, চিংড়ির ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর জেলি ঢুকিয়ে বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। অভিযানে তা ধরা পড়লে ওই ব্যবসায়ী নিজের অপরাধ স্বীকার করেন। এজন্য তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চিংড়িগুলো পুড়িয়ে ফেলা হয়। আর জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে