প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১ ২০:১১

বগুড়ায় করোনায় দুই দিনে দুজনের মৃত্যু: আক্রান্ত ২১

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় দুই দিনে
দুজনের মৃত্যু: আক্রান্ত ২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া শহরে টানা দুই দিনে দুইজনের মৃত্যু হলো। নতুন করে করোনায় মারা গেছেন জেলা শহরের রহমাননগর এলাকার আমিনা খাতুন (৭৫) ও গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২১ জন। সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার বাদুরতলার এক বৃদ্ধ মারা যান। 

মঙ্গলবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ২৩৯ জনের। গত ২৪ ঘন্টায় (১৮ জানুয়রি) নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে বগুড়া সদরের ১৯ জন, শাজাহানপুর উপজেলায় ১ ও ধুনটের ১ জন রয়েছে। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৮টি নমুনায় ২০ জন ও টিএমএসএস হাসপাতালের ল্যাবে ১৫টি টি নমুনা পরীক্ষায় ১জন পজিটিভ হয়। এপর্যন্ত জেলায় নতুন করে ৪৭ জন নিয়ে মোট সুস্থ হয়েছে ৯ হাজার ২৮১ জন। আরো একজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো ২৩৯ জনে। জেলায় করোনায় মোট আক্রান্ত হলো ৯ হাজার ৭৬৮জন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে