প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১ ২০:১৩

বগুড়ায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শীতবস্ত্র বিতরণ করেন আলহাজ শেখ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শীতবস্ত্র বিতরণ করেন আলহাজ শেখ

কনে হাড় কাঁপানো শীতে অবর্ণনীয় কষ্টে দিন কাটাতে হয় দুঃস্থ মানুষদেরকে। শীতের জ্বালায় বিপর্যস্ত হয়ে দাঁড়ায় জনজীবন। উষ্ণতার একটু খানি পরশের নিমিত্তে শীতবস্ত্র বিতরণ করেন বামমা বগুড়া জেলা শাখার সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ শেখ।আজ বুধবার গোহাইল রোডস্থ বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয় প্রাঙ্গনে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, স্রষ্টার নৈকট্য পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে। মানবতার চেয়ে বড় ধর্ম আর নেই। যে সমস্ত ব্যক্তি মানব সেবায় নিজেকে বিকিয়ে দিয়েছে তারাই অমর হয়ে আছে মানুষের হৃদয়ের মনিকোঠায়। মানুষের সবকটি মহৎ গুণাবলির মধ্যে সেবাব্রত অন্যতম। যারা বিত্তবান তাঁরা দীন-দুঃখীর কেশ মোচনে প্রভূত অর্থব্যয় করতে পারেন। যাদের সে সামর্থ্য নেই তাঁরা তাদের সাধ্যমত শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সান্তনা দিয়ে হোক, অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে তবেই জীবনের সার্থকতা। ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বেশি। এসময় উপস্থিত ছিলেন সাবেক পালক প্রধান মি: সৌরভ বিশ্বাস, পালক গিলবার্ট মৃধা, মার্গারেট বন্দনা জুঁই, উজ্জ্বল প্রামানিক অপু, ব্যবসায়ী ইয়াছিন মক্কী, জাকিরুল ইসলাম আপেল, আবু তালেব শেখ উজ্জ্বল, সাইফুল ইসলাম বাবু, সৌরভ, নাঈম, সাবলু, আজিজুলসহ প্রমুখ।

উপরে