জয়পুরহাটে পৃথক অভিযানে অস্ত্র ও মাদক কারবারি সহ আটক-৪
![জয়পুরহাটে পৃথক অভিযানে অস্ত্র ও মাদক কারবারি সহ আটক-৪](./assets/news_images/2021/01/21/CB21012120.jpg)
জয়পুরহাট পৃথক অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ৪ রাউন্ড গুলি ও প্রায় ২৭ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাব সদস্যরা। বুধবার রাতে সদর উপজেলার ভাদসা ও ক্ষেতলালের নিশ্চিন্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে সদর উপজেলার ভাদসা বাজার থেকে ৪ রাউন্ড ভর্তি বিদেশী রিভলবার সহ ২জন অস্ত্র কারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে সুব্রত কুমার ও ধঞ্জয় গ্রামের গোলাম রব্বানীর ছেলে বায়েজিদ হোসেন।
অপরদিকে পৃথক অভিযান চালিয়ে ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা থেকে ২৬ কেজি ৭শ’ গ্রাম গাঁজা, ৪ হাজার ৪৫০ টাকা নগদ অর্থসহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীরা হলেন- বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাচ্চু সরদারের ছেলে ইমরান ইসলাম ও এনামুল ইসলাম।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন