প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১ ১৭:২৮
গরু নিয়ে আসার সময় বিএসএফের হাতে বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
নওগাঁর পোরশার নিতপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে মোশারফ হোসেন (৪০) নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২৩২নং পিলারে ভারতের অভ্যন্তরে বেড়া রাস্তা নিকট থেকে তাকে ধরে নিয়ে যায়। মোশারফ হোসেন উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়ার নুর আলীর ছেলে।
১৬-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁ লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারির দল গরু নিয়ে আসার জন্য ভারতে যায়। সেখান থেকে ফেরার পথে টেক্কাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বর্তমানে তিনি টেক্কাপাড়া ক্যাম্পে রয়েছেন।তিনি আরও বলেন, বিএসএফের আইনি প্রক্রিয়া চলমান আছে। তাকে ফিরিয়ে নিয়ে আনার জন্য আমাদের যা করণীয় সেটাও চলমান রয়েছে।