প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১ ১৮:০৩

রাজশাহী বিভাগীয় সম্মেলন করার লক্ষ্যে বগুড়ায় বাশিস এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগীয় সম্মেলন করার লক্ষ্যে বগুড়ায় বাশিস এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধু শিক্ষাদর্শন, করতে হবে জাতীয় করণ’- এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মাধ্যমিক বগুড়া জেলা শাখার আয়োজনে এমপিও ভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে রাজশাহী বিভাগীয় মহাসম্মেলন করার লক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৩ জানুয়ারি শনিবার বগুড়ায় হোটেল রোজভ্যালীতে বাশিস বগুড়া জেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এর পরিচালনায় প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় কমিটির গণসংযোগ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাশিস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাশিস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুজল কুমার সরকার, বাশিস পাবনা জেলা শাখার সভাপতি আহম্মদ উল্লা, রাজশাহী শাখার সভাপতি এনামুল হক, বগুড়া সদর শাখার সভাপতি একরামুল হোসেন, নওগাঁ শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রামানিক, জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাইবান্ধা শাখার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন  বগুড়া জেলা শাখার সদস্য নূর রায়হান মুন, নজরুল ইসলাম, হাসান আল মাহমুদ, ফজলুল করিম, আফরোজ আক্তার, হযরত আলী, শাহ আলমসহ সংগঠনের সদস্যগণ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে