প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১ ২৩:৫১

শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নে বিট পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চোপিনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে ও চোপিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমরান হোসেনের সঞ্চালোনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। বিট পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এস আই ওবায়দুল্লাহ আল মামুন, চোপিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা মৎসজীবীলীগের আহ্বায়ক মানিকুর রহমান মানিক, ইউপি সদস্য মেহেদী হাসান, আনিছুর রহমান, আবুল হোসেন ফকির, আব্দুল বাসেদ সহ দুইশতাধিক নারী পুরুষ। সমাবেশে উপস্থিত এলাকাবাসিদের দ্রুততম সময়ে সকল প্রকার আইনী সহায়তা ও সেবা প্রদানের অঙ্গিকার করেন শাজাহানপুর থানা পুলিশ। যে কোন সমস্যায় তাকে সরাসরি ফোন করার জন্য সবার কাছে তার মোবাইল নান্বর দেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে