প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১ ২২:২৮

বগুড়ায় পৌঁছেছে ৫৪ হাজার ভাগ্যবান ব্যক্তির করোনার প্রথম চালানের টিকা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় পৌঁছেছে ৫৪ হাজার ভাগ্যবান ব্যক্তির করোনার প্রথম চালানের টিকা

মহামারী করোনার হটস্পট হিসেবে পরিচিতি পাওয়া বগুড়ায় করোনা ভাইরাসের ডোজ এসে পৌঁছেছে। শুক্রবার সকাল ১০ টায় ১ লাখ ৮ হাজার ডোজ বগুড়ায় পৌঁছায়। এই ডোজ দিয়ে জেলায় প্রায় ৫৪ হাজার ব্যক্তিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় টিকা প্রদান করা সম্ভব। করোনার টিকা বগুড়ায় পৌঁছার পর সেটি জেলা সিভল সার্জন অফিসের কর্মকর্তারা গ্রুহণ করেন। গ্রহনের পরপরই টিকাগুলো জেলা ইপিআই স্টোরে মজুদ করে রাখা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। 

বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় সকাল ১০ টায় টিকা এসেছে। মোট টিকা আসছে ১০ হাজার ৮০০ ভায়াল। এ পরিমান দিয়ে ১ম ও ২য় ডোজ মিলিয়ে ৫৪ হাজার নির্দিষ্ট জনগোষ্ঠিকে টিকা দেওয়া যাবে। ডোজ হিসেবে ধরলে দাঁড়াবে ১ লাখ ৮ হাজার। কিন্তু একজন ব্যক্তিকে দুবার করে টিকা নিতে হেব। 

আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের সকল জেলা উপজেলায় করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। বগুড়ায় টিকা দিতে জেলা সদরের তিনটি হাসপাতালসহ উপজেলার ১২টি স্বাস্থ্য কমপ্লেক্সে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভ্যাকসিন প্রদানের জন্য নির্দিষ্ট ব্যক্তি যারা নিবন্ধন করেছেন তাদের টিকা দেওয়া হবে। যারা টিকা পাচ্ছেন তাদের কে চিঠি প্রদান করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ এই টিকা দেওয়া হবে। শুক্রবার সকালে বগুড়ায় আসছে টিকার প্রথম চালান। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে টিকার চালান গ্রহন করবে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

ডাঃ মোস্তাফিজুর রহমান আরো জনান, শুক্রবার বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় (২৮ জানুয়ারি) বগুড়ায় নতুন করে ১০১টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ১১ জন এবং মারা গেছেন ১ জন। আক্রান্ত সকলেই বগুড়া সদর উপজেলার বাসিন্দা। করোনায় মারা গেছেন বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি এলাকার বাসিন্দা পল্টন বিশ^াস (৬৮)। তিনি বগুড়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৫ টি নমুনায় ১০জন পজিটিভ হয়। টিএমএসএস হাসপাতালের ল্যাবে ৬টি নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ হয়। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৫২৫ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৪৩ জনের। এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৬১ জন। আর বর্তমানে সরকারি হিসেবে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে