কবর খুঁড়তে দুই কোপ দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক
ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।বাবুল মিয়া নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল সদর ইউনিয়নের (৭ ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ইউপি সদস্য আ. হালিম।
তিনি বলেন, নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যান। বুধবার সকালে তাদের পারিবারিক কবরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে গেলে কোদাল দিয়ে মাটিতে দুই থেকে তিনটি কোপ দিতেই মাটিতে ঢলে পড়েন বাবুল মিয়া।
পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে বাবুল মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদ বলেন, বাবুল মিয়া হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে কবর খোঁড়ার সময় হঠাৎ স্ট্রোক করে মারা যেতে পারেন তিনি।