প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ২২:০৭

জয়পুরহাটে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন

শাহাদাৎ হোসেন জয়পুরহাট:
জয়পুরহাটে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন

উচ্চ মাধ্যমিক পাশের পর নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা/ বিএসসি কোর্স সম্পন্ন করে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর পেশাদার নার্স হিসেবে গণ্য করা হয়, রাষ্ট্রীয় আইনে এমন বিধান থাকলেও সম্প্রতি এসএসসি পাশ করে কারিগরি শিক্ষাবোর্ডের মাধ্যমে মাত্র ৬ মাস মেয়াদী কোর্স সম্পন্নদেরও একই সুযোগ দেওয়া হয়েছে।  

এর প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।  শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা ষ্টুডেন্ট নার্সেস ইউনিয়নের জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি ঐশী ইসলাম, ছাত্র নেতা নাজির হোসেন, মোহনা আাখতার, তানিয়া খাতুন প্রমূখ।
এসময় এসএসসি পাশ করা ৬ মাস মেয়াদী কারিগরি কোর্স সম্পন্নকারীদের সমমানের নার্স স্বীকৃতি না দিতে সরকারের প্রতি তারা উদাত্ত আহবান জানান।

 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে