প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ২২:১৩

শাজাহানপুরে আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে আড়িয়া-রহিমাবাদ 
উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও বিভিন্ন 
উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরের আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুমন আয়েন উদ্দিন মাস্টারের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহামান দুলু। 
সহকারি অধ্যাপক (অব:) আওরঙ্গজেব এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক পারভীন আক্তার বানু’র সঞ্চালনায় গতকাল শনিবার দিনব্যাপি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর হোসেন স্বপন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও মিরপুর ল’ কলেজের অধ্যক্ষ এড. আলাউদ্দিন আহমেদ দুলাল, সাবেক অধ্যক্ষ একিউএম আব্দুস সোবহান, অধ্যক্ষ আবু জাফর আলী, অধ্যক্ষ আ.ন.ম ইয়াহ্ ইয়া, অধ্যক্ষ বেলাল বিন নওয়াব, অধ্যক্ষ ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, প্রধান শিক্ষক হায়দার আলী, আব্দুল্লাহ্ আহমদ আল মুতি মামুন, আব্দুল আজিজ, মোনায়েম হোসেন, বিরাজুল ইসলাম মাস্টার, ছমির উদ্দিন মাস্টার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম মণ্টু, আব্দুল মতিন মেম্বার, ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম, আতিকুর রহমান, আফিফ ইয়াজদানী, শিক্ষক প্রতিনিধি ফেরদৌস হোসাইন, খোরশেদ আলম, ঠিকাদার মনিন্দ্র নাথ মোহন্ত, তাঁতীলীগ নেতা ওবায়দুর রহমান রাব্বী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতাহার হোসেন মিজু প্রমুখ। উল্লেখ্য, বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু প্রধান অতিথি হিসেবে আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ মাসুদ অডিটোরিয়াম, বিজয়-৭১ বীরশ্রেষ্ঠ শাপলা চত্বর, বঙ্গবন্ধু কর্ণার এবং বঙ্গবন্ধু পুষ্প কানন, পিঠা উৎসব এর উদ্বোধন করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে