প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৭

আওয়ামী লীগ ও জাসদের ৬ অফিস ভাঙচুর, আহত ৪

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ ও জাসদের ৬ অফিস ভাঙচুর, আহত ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও জাসদের ছয়টি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় চারজন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পৃথক ছয়টি স্থানে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা পৌর এলাকার ছয়টি স্থানে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটেছে।

পরে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম সবেদ আলীর সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী চারটি অফিস ভাঙচুর করে। এসময় তাদের হামলায় নৌকা প্রার্থীর চারজন সমর্থক আহত হয়। তারা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে।

জেলা জাসদের সভাপতি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এম সবেদ আলি জানান, এর আগেও আমার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। আজ রাতেও একই ঘটনা ঘটিয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে