প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:২০

জ্বালাও-পোড়াও চলবে না, শেখ হাসিনা মানবে না!

. যুবলীগ সভাপতি-তারেক
শুভ কুন্ডু, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
জ্বালাও-পোড়াও চলবে না, শেখ হাসিনা মানবে না!

জননেত্রী শেখ হাসিনা কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। বাঘে ধরলেও বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু কোনো অন্যায়-অত্যাচারকারীদের শেখ হাসিনা ধরলে তার বাঁচার সম্ভাবনা থাকে না। তাই জননেত্রী শেখ হাসিনার আমলে কোনো অন্যায়-অত্যাচার, কোনো জ¦ালাও-পোড়াও চলবে না বলে কঠোর হুসিয়ারী দিয়েছেন শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি মো: তারিকুল ইসলাম তারেক। গতকাল শুক্রবার (১২ফেব্রুয়ারী) বিকেলে শেরপুর বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ, ছাত্রলীগ একত্রিত হয়ে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে। এর আগে গত মঙ্গলবার (৯ফেব্রুয়ারী) বগুড়া মোটর মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে বগুড়া চার মাথা এলাকায় সংঘর্ষ এবং মোটরগাড়ি, মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন সহ  ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও জেলা যুবলীগ নেতা জাকারিয়া আদিল সহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এই কথাগুলো বলেন তিনি (তারেক)। উক্ত প্রতিবাদ সমাবেশে জননেতা মঞ্জুরুল আলম মোহন সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা ও আটকের তিব্র নিন্দা জানিয়ে সঞ্চালকের বক্তব্য প্রদান করেন, শেরপুর উপজেলা যুবলীগের সা: সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য মো: মোস্তাফিজার রহমান ভুট্টো। অন্যান্যদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন, শেরপুর শহর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল, সা: সম্পাদক আরিফুজ্জামান সরকার, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সা: সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সা: সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা, সদস্য-সজিব দাস সাজু, বেলাল হোসেন রুবেল, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা আবুবক্কর সিদ্দিক, ছাত্রনেতা জিহাদুল ইসলাম, লিটন সরকার, মাসুদউজ্জামান, শহর যুবলীগের সহ-সভাপতি শুভ কুন্ডু, প্রচার সম্পাদক শাহিন আলম, যুব মহিলা লীগের সা: সম্পাদক শারমিন আক্তার, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সা: সম্পাদক জাহাঙ্গীর আলম ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সা: সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত সকল নেতাকর্মীরা প্রশাসনের কাছে অবিলম্বে এই বিশৃঙ্খল জ¦ালাও-পোড়াও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

 

উপরে