প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০২

বখাটের হাত থেকে বাঁচতে স্কুলছাত্রীর বিষপান

অনলাইন ডেস্ক
বখাটের হাত থেকে বাঁচতে স্কুলছাত্রীর বিষপান

সুনামগঞ্জের তাহিরপুরে এক বখাটের উৎপাতে স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ওই স্কুলছাত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভুক্তভোগীর পিতা এ ব্যাপারে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই স্কুলছাত্রী নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।অভিযুক্ত যুবকের নাম রকিব মিয়া (২০)। তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আলী রাজার ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাহিরপুরের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে রকিব মিয়া প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে গত কয়েক মাস ধরেই ওই ছাত্রীকে নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন তিনি।বিষয়টি নিয়ে চার মাস আগে গ্রাম্য সালিশ হলেও তাতে কোনো লাভ হয়নি। পরবর্তীতে রকিব ওই স্কুলছাত্রীর মায়ের মোবাইল ফোনে আপত্তিকর খুদেবার্তা (এসএমএস) পাঠানো শুরু করে।

এভাবে দিনের পর দিন যৌন হয়রানির মতো অপমান সইতে না পেরে শুক্রবার রাতে ওই স্কুলছাত্রী নিজ বাড়িতে বিষপানে (কীটনাশক) আত্মহত্যার চেষ্টা করে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে