নন্দীগ্রামে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
![নন্দীগ্রামে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত](./assets/news_images/2021/02/15/7.jpg)
বগুড়ার নন্দীগ্রামে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় হাটকড়ই স্পোটিং ক্লাব বনাম বগুড়া স্পোটিং ক্লাব অংশ গ্রহণ করেন। খেলায় ৯০ রানে বগুড়া স্পোটিং ক্লাব জয় লাভ করে। গত সোমবার (১৪ফেব্রয়ারি) বিকালে উপজেলার কল্যাণ-নগর ইউথ ক্লাবের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কল্যাণ-নগর ইউথ ক্লাবের সভাপতি আলী হাসান এর সভাপতিত্বে টি-২০ ক্রিকেট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীরা বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো। খেলার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, ইউপি সদস্য বাবু প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন