প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ২১:৫৬

শিবগঞ্জে কোভিড-১৯ টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
 শিবগঞ্জে কোভিড-১৯ টিকা নিলেন 
উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন। সোমবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দান কেন্দ্র হতে অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে তারা এ টিকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেলোওয়ার হোসেন নয়ন, ডাঃ এ এইচ এম শামীম সহ সংশ্লিষ্ট টিকাদান কর্মীরা উপস্থিত ছিলেন। কোভিড-১৯  টিকা গ্রহণ শেষে  তারা টিকা গ্রহনের অভিমত ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার করোনা যুদ্ধে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বিশ্বের উন্নতশীল দেশ জার্মিনির সর্ব শ্রেষ্ঠ ঔষুধ শিল্পের ফাইজার কোম্পানীর টিকা উপহার হিসাবে নিয়ে দেশের সর্ব সাধারণের জন্য টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ক্ষনে একটি মহল গুজব ছড়ানোর চেষ্টা করেছিলো। কিন্তু তারা সফল হতে পারেনি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সফল ভাবে টিকাদান কর্মসূচি দেশ ব্যাপী সফলতা পেয়েছে। সেই ধারাবাহিকতায় জন সাধারণকে উৎসাহিত করতে আমরা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধি এই টিকা গ্রহণ করে জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করলাম। টিকা গ্রহণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধা ঘন্টা বিশ্রাম কালে তারা এ অভিমত ব্যক্ত করেন এবং বলেন, টিকা গ্রহণের পর আমাদের কোন পার্শপ্রতিক্রিয়া উপলব্ধি হয়নি। আমরা স্বাভাবিক রয়েছি। আপনারাও টিকা গ্রহণ করুন।  

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে