প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ২৩:৩৭

বগুড়ায় গীতিচর্চা সঙ্গীতালয়ের বর্ণমালা লেখা প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় গীতিচর্চা সঙ্গীতালয়ের
বর্ণমালা লেখা প্রতিযোগিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গীতিচর্চা সঙ্গীতালয়ের আয়োজনে শিশুদের বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে বগুড়া শহরের নুতন কুঁড়ি স্কুল চত্বরে বর্ণমালা লেখা প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, উচ্চারণ একাডেমির পরিচালক এড. পলাশ খন্দকার, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, কবি ইসলাম রফিক।

গীতিচর্চা সঙ্গীতালয়ের সভাপতি তাপসী দে এর সভাপতিত্বে ও এইচ আলিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশুরা বর্ণমালা লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রতিযোগিতা চলাকালে শিশুদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে মোনালী দে, অত্রী, নিপা চক্রবর্তিসহ সংগঠনের সদস্যরা। বর্ণমালা লেখা প্রতিযোগিতায় শিশু শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠান শেষ করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে