প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ২০:০৩
নন্দীগ্রামে জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
![নন্দীগ্রামে জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত](./assets/news_images/2021/02/21/21.jpg)
নন্দীগ্রামে জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১২ টায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মাঠ সমন্বয়কারী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মোছা: মাহফুজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলাম, নব নির্বাচিত মেয়র মো: আনিছুর রহমান, আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার বগুড়া জেলা শাখার নির্বাহী কর্মকর্তা হারুনোর রশিদ, তথ্য সেবা কর্মকর্তা তাবাসসুম উলফাত, সংস্থার সাবেক চেয়ারম্যান লুতফোন নেছা, ও বিদায়ী অতিথি মো: আনছার আলী প্রমুখ।