প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১০:১৭

টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মিথুন মল্লিক (২১) আদালতে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মিথুন টুঙ্গিপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিম বলেন, আমরা আসামি ধরতে দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছিলাম। নিরুপায় হয়ে আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আমরা আদালতের কাছে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানাব।

এদিকে ওই স্কুলছাত্রীর বাবা মামলার বাদী জানান, এ মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় আমি সন্তুষ্টি প্রকাশ করছি। আশা করি মামলার অন্য দুই আসামিকে দ্রুত গ্রেফতার করা হবে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে