প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১০:১৯

ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবের আউটার সিগনাল এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইন পার হত্তয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়ে‌ছে।

ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ওই ব্যক্তির প‌রিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে