পিইপি সংস্থা থেকে এতিম ও দারিদ্র পরিবারের মাঝে সহায়তা বিতরণ
বগুড়ার নন্দীগ্রামে পিইপি সংস্থা থেকে এতিম ও দরিদ্র পরিবারের মাঝে সহায়তা বিতরন করা হয়েছে। আদ্য ২৫/০২/২১ইং তারিখে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর প্রকল্প অফিস নন্দীগ্রাম আইডিপি বেলঘড়িয়া নন্দীগ্রাম বগুড়া। অফিস থেকে ৫জন এতিম শিশুদের মাঝে চাউল,ডাল,লবন,তেল,গুড়,আটা,বস্ত্র,শিক্ষা উপকরণসহ মোট ২৮৭৬৯/-টাকা সহায়তা দেওয়া হয়। তাছাড়াও ২৪ জন অতি চরম ও চরম দারিদ্র পরিবারের মাঝে চাউল,ডাল,লবণ,তেল,আলু ও সবজীর বীজসহ মোট ১০২৩০/- টাকার সহায়তা বিতরণ করা হয় সর্বমোট ৩৮৯৯৯/-টাকা সহায়তা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো ঃ রেজাউল আশরাফ জিন্নাহ, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মো: ফজলুর রহমান সভাপতি নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব, মো: আক্তার হোসেন সাংবাদিক যায়যায়দিন নন্দীগ্রাম প্রতিনিধি, সভাপত্বিত করেন মো ঃ আব্দুল খালেক জেলা মাঠ সমন্বয়কারী পিইপি বগুড়া। আরো উপস্থিত ছিলেন মো: আব্দুল লতিফ মাঠ সমন্বয়কারী পিইপি ,মোছা: আক্তারবানু, শাপলা খাতুন। প্রধান অতিথি তার বক্তব্য উক্ত সংস্থা গরীব উন্নয়ন মূলক কাজে সহায়তা করার জন্য আন্তরিক ধন্যবাদ জনান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন