প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ২২:৪৭

শাজাহানপুরে অসহায় বিধবার ঘর ভেঙ্গে দিল বিত্তবান প্রতিবেশি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে অসহায় বিধবার ঘর ভেঙ্গে দিল বিত্তবান প্রতিবেশি

শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা গ্রামের মৃত্য এনামুল হকের বিধবা স্ত্রীর টিনের বেড়া দেয়া ঘর ভেঙ্গে দিয়েছে প্রভাবশালী বিত্তবান এক প্রতিবেশি। বিধবা হেনার কান্নায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে মামলা করতেও সাহস পাচ্ছেন না বৃদ্ধা হেনা বেওয়া।
সরেজমিনে জানা যায়, গত শুক্রবার দুপুরে জমিজমার জের ধরে প্রতিবেশি ইয়াজুল ও ইকরাম হোসেন সহ একদল সন্ত্রাসী বৃদ্ধার টিনের ঘরে রাম দা, লাঠি সোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এলো পাথারী হামলা চালিয়ে ভেঙ্গে তছনছ করে ফেলে। এ সময় বৃদ্ধা হেনা বেওয়া আত্ম চিৎকার দিয়ে বাধা দিতে গেলে তাকেও মারপিট করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শী আবু তালেব সহ প্রতিবেশিরা জানান, কোন কিছু বুঝে উঠার আগেই ইয়াজুল-একরাম বাহিনী বৃদ্ধার টিনের ঘরে রাম দা, লাঠি সোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এলো পাথারী হামলা চালিয়ে ভেঙ্গে তছনছ করে ফেলে। 
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু জানান, প্রতিবেশিরা আমাকে জানিয়েছেন, বিধবা হেনা একজন অসহায় মহিলা। তার কোন পুত্র সন্তানও নেই। অতি কষ্টে তিনি দিনাতিপাত করেন। জমিজমা এক জন অন্য জনের থেকে পেতেও পারে, তাই বলে কারো ঘর ভেঙ্গে ফেলা আইনসঙ্গত হয় নাই। আমি তাদেরকে ঘর পুন নির্মান করতে বলেছি। যদি তারা তা না করে আমি নিজে সাথে থেকে বৃদ্ধার আইনী সহায়তা পাবার ব্যাবস্থা করবো।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

 

উপরে